2025-02-06
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রে স্বচ্ছতা অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
উত্তর ত্রিপুরা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে গতকাল স্বচ্ছতা অভিযান ২.০ উপলক্ষে সাফাই অভিযান ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। পানিসাগরে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক বিনয় ভূষণ দাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাস, সমাজসেবী বিবেকানন্দ দাস ও ধনঞ্জয় দাস এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ড: সৌমেন্দ্র কুমার। অনুষ্ঠানে উদ্বোধক সহ অন্যান্য অতিথিগণ স্বচ্ছতা অভিযানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকগুলি তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন। এ উপলক্ষে কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পানিসাগর নগর পঞ্চায়েতের অন্তর্গত সাফাই কর্মীদের মধ্যে হ্যান্ড গ্লাভস ও অ্যাপ্রন বিতরণ করা হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service