2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

১০৩ তম জন্মবার্ষিকী পালন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ ই মার্চ। এই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসাবে উদযাপন করে বাংলাদেশবাসী। এবছর জাতির পিতার ১০৩ তম জন্মবার্ষিকী। তাই মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিগত দিনের মত এবারো যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করলো, আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়। শুক্রবার সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় গৃহীত কর্মসূচির প্রক্রিয়া। জাতীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, দিবসটি উপলক্ষে প্রদত্ত বাণী সমূহ পাঠ, জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মধারার ওপর ভিডিও চিত্র প্রদর্শনী সহ জন্মদিন উপলক্ষে কেইক কাটা হয়। এছাড়াও বাংলাদেশ সহকারি হাইকমিশন কার্যালয়ে এদিন আয়োজন করা হয় শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা ও শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারি হাইকমিশনার আরিফ মহম্মদ, প্রথম সচিব মোঃ রেজাউল হক চৌধুরী সহ আরো বিশিষ্টজনেরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service