2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

অগ্নিকান্ডের সর্বস্বান্ত পরিবার ক্ষতির পরিমাণ কোটির উপরে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই নয়টি ঘর ও একটি গাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি বলে জানিয়েছে স্থানীয়রা। ঘটনা বিলোনিয়ার কালিনগরে। আগুনের কড়াল গ্ৰাসে সম্পুর্ন ভস্মীভূত একটি বাড়ির রান্নাঘর সহ বসত ঘর। সেই সাথে পুড়ে ছাই ঘরের সব জিনিসপত্র ও একটি মারুতি গাড়ি। বাড়ির মালিকের নাম নারায়ন পাল । আগুনের সুত্রপাত কোথায় থেকে জানা না গেলেও প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে রান্নাঘরের গ্যাসের উনুন থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুইটি ইঞ্জিন । এলাকার যুবকদের প্রচেষ্ঠায় ও দমকল বাহিনীর তৎপরতায় রক্ষা পেল আশপাশের বাড়ি ঘর।আকস্মিক অগ্নিকাণ্ডের এই ঘটনায় হতবাক হয়ে পড়ে বাড়ির এক মহিলা। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সোমবার দুপুরে বিলোনিয়া কালিনগর এলাকায়। এরপর ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ। কি ভাবে আগুনের সূত্রপাত তা নিয়ে তদন্ত শুরু করেছে । ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা হবে বলে জানা যায়। ভাড়াটিয়াঘর সহ মোট পাঁচটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায় বলে জানান দমকল বাহিনীর সেকেন্ড অফিসার ।এই দিকে বাড়ির মালিকের কাছ থেকে জানা যায় মোট নয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ। এরপর ছুটে আসে বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার। কথা বলেন ক্ষতিগ্রস্ত মালিকের সাথে। পাশাপাশি ঘটনার বিষয় নিয়ে কথা বলেন মহকুমা শাসকের সাথে । এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ডল সভাপতি গৌতম সরকার , প্রশাসনের কাছে আবেদন রাখেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের পাশে দাঁড়ানোর জন্য। এছাড়া দলের পক্ষ থেকে সাহায্য করবেন বলে আশ্বস্ত করেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিককে।মর্মান্তিক এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজারো মানুষ ছুটে এলো শেষ রক্ষা করতে পারেনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service