2024-11-14
agartala,tripura
রাজ্য

নবনিযুক্ত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে আইপিএফটি দলের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য রাজনীতিতে অনেকটা নজির সৃষ্টি করে নতুন মন্ত্রিসভার পথ চলা যখন শুরু, ঠিক তখন অন্যদিকে রাজনৈতিক দলগুলি ভোট ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠকে যেন ব্যস্ত। একই সাথে চলছে এখন সদ্য সমাপ্ত নির্বাচনে নবনিযুক্ত বিধায়ক বিধায়িকা ও নতুন মন্ত্রিসভার সদস্যদের সংবর্ধনা জ্ঞাপনের কর্মসূচি। রবিবার সরকারি ছুটির দিন এমনটাই দেখা গেল আগরতলা প্রেসক্লাবে। এদিন ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠকে মিলিত হলেন জোট সরকারের শরিক দল আইপিএফটির কেন্দ্রীয় নেতৃত্ব। এবারের নির্বাচনে আইপিএফটি মোট ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও একমাত্র একটি আসনে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়। জোলাইবাড়ি কেন্দ্র থেকে শুক্লাচরণ নোয়াতিয়া ছাড়া দলের আর কোন প্রার্থী জয়ের মুখ দেখেনি। তাই জোটের শরিক দল হওয়ার সুবাদে মন্ত্রিসভায় স্থান পেলেন আইপিএফটির একমাত্র নির্বাচিত বিধায়ক শুক্লাচরণ। দলের নতুন মন্ত্রীকে সংবর্ধনা জানানোর পাশাপাশি ভোটের ফলাফল পর্যালোচনা করতেই এদিন কেন্দ্রীয় কমিটির সদস্যরা বৈঠকে বসেন। বৈঠক শুরুর আগেই কেন্দ্রীয় নেতৃত্ব নবনিযুক্ত মন্ত্রীকে সংবর্ধনা জানান। পরে ভোটের ফলাফল ও দলের চরম ভরাডুবি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলেন কেন্দ্রীয় নেতৃত্ব। প্রাক্তন মন্ত্রী তথা দলের সভাপতি প্রেমজিত রিয়াং এর পৌরহিত্যেই অনুষ্ঠিত হয় এদিনের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান ও পর্যালোচনা বৈঠক।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service