2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতিকে অন্তিম শেষ শ্রদ্ধা জানান আগরতলা প্রেসক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি, চ্যানেল টোয়েন্টিফোর এর সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ বেতার কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা রিয়াজ উদ্দিন জামি গত ৭ মার্চ রাতে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুর আগে তিনি রেখে গেলেন দুই ছেলে, স্ত্রী, ভাই-বোন, সহকর্মী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী। বৃহস্পতিবার আগরতলা হয়ে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় বাংলাদেশের পৈতৃক বাড়িতে। এদিন মুম্বাই থেকে প্রয়াত সাংবাদিকের মৃতদেহ আগরতলায় নিয়ে আসা হলে আগরতলা প্রেসক্লাবের তরফে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতিকে অন্তিম শেষ শ্রদ্ধা জানান আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে, প্রেসক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার সহ উপস্থিত সংবাদ মাধ্যমের কর্মীরা। পরে সেখান থেকে প্রয়াতের মৃতদেহ আখাউড়া চেকপোস্ট দিয়ে নিয়ে যাওয়া হয় বাংলাদেশে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service