জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাক দেওয়ার দিনটিকে পালন করা হল মর্যাদার সহিত। আগরতলাস্থিত সহকারি হাইকমিশনারের অফিসে আয়োজিত হল নানা অনুষ্ঠান। ১৯৭১ সালের ৭ই মার্চ দিনটিতে ঢাকা শহরে ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিনের সমাবেশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ থেকেই বাঙালি জাতি স্বাধীনতার প্রস্তুতি শুরু করে। যার মধ্য দিয়েই শেষ পর্যন্ত স্বাধীন হয় বাংলাদেশ। এরপর থেকেই ৭ই মার্চ দিনটিকে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস হিসেবে উদযাপন করে আসছে। প্রতিবছরই নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ সরকার ও বিভিন্ন সংগঠন উদযাপন করে থাকে দিনটি। এবারও তার ব্যতিক্রম নয়। আগরতলাস্থিত বাংলাদেশ সরকারি হাইকমিশন কার্যালয়েও বিগত দিনের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় দিনটি। মঙ্গলবার সকালে বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সূচনা করলেন বাংলাদেশ সহকারি হাইকমিশনার আরিফ মহম্মদ। পরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানোর পর দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সরকারি হাইকমিশনার সহ উপস্থিত অতিথিরা।দিনের অনুষ্ঠানে আগরতলার বিশিষ্ট ব্যক্তিরা ও উপস্থিত ছিলেন। পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও।
Leave feedback about this