2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

BSU মেধা অন্বেষার সাজেশন বিলি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে ড.বি আর আম্বেদকর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শুভেচ্ছাজ্ঞাপন অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের উচ্চতর মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সাজেশন বই বিলি করা হয়। স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চক্রবর্তী। বইয়ের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস ঘোষ, TRTC’র ভাইস চেয়ারম্যান সমর রায়, গ্রামীণ কৃষি ও সমবায় ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান পূর্ণিমা রায় প্রমুখ। পরীক্ষা কিভাবে দেবে এনিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক দেবপ্রসাদ ভট্টাচার্য্য ও মনোজ রায়। প্রসঙ্গতঃ উল্লেখ্য, ২০০৫ সাল থেকে মনোজ রায়ের সম্পাদনায় রাজ্যের বিশিষ্ট শিক্ষকদের দ্বারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সম্ভাব্য প্রশ্নাবলীর বই প্রকাশিত করে রাজ্যব্যাপী দুঃস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে বিলি করা হয়। এর দ্বারা দুঃস্থ ছাত্রছাত্রীরা উপকৃত হয়। বিধান শিশুউদ্যান মেধা অন্বেষার রাজ্য কনভেনার বক্তব্য রাখতে গিয়ে বলেন আগামীদিনেও মেধা অন্বেষার এই কর্মসূচী জারি থাকবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service