2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারির কথা ঘোষণা করল পশ্চিম জেলা প্রশাসন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। এদিন রাজ্যের ২১ টি কেন্দ্রে সকাল আটটা থেকে এক যুগে শুরু হবে গণনার কাজ। ভোট গ্রহণের মত গণনার কাজও নির্বিঘ্নে সম্পন্ন করতে গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়। এছাড়াও বাইরে থাকবে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ও রাজ্য পুলিশ। গণনা কেন্দ্রের বাইরে রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের জন্য ইতিমধ্যেই পৃথক পৃথক জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। গণনাকে ঘিরে যাবতীয় প্রস্তুতি যখন চূড়ান্ত, ঠিক তখনই ফলাফলকে কেন্দ্র করে সদর এলাকায় যাতে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে তার জন্য সদর এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। বুধবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারির কথা ঘোষণা করল পশ্চিম জেলা প্রশাসন। এই সময়ের মধ্যে সদর এলাকায় পাঁচ জনের বেশি লোক একসাথে জমায়েত, দুইয়ের অধিক বাইক একসাথে চলাচল করতে পারবে না। এই নির্দেশিকা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। জেলা প্রশাসনের এই ঘোষণা সাধারণ নাগরিকদের কাছে পৌঁছে দিতে বুধবার বিকেলে মাইকি যুগে প্রচার করা হয় সদর এলাকায়। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখলেও, রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকরা গণনা চলাকালীন সময়ে এর মান্যতা কতটুকু দেয় সেটাই এখন দেখার বিষয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service