2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

“ঝড়ের তান্ডবে ভেঙে পড়লো ৩০ বছর পুরানো বিশাল একটি বট বৃক্ষ”

বুধবার সকালের ঝড়ের তান্ডবে ভেঙে পড়লো প্রায় ৩০ বছর পুরানো একটি বট বৃক্ষ। ঘটনা ত্রিপুরা রাজধানী আগরতলার প্রগতি ব্রিজ সংলগ্ন পঞ্চবটি কালী মন্দির এলাকায়। জানা যায় বুধবার সকালের ঝড়ের তান্ডবে ভেঙে পরে প্রায় ৩০ বছর পুরানো একটি বট গাছ। ভেঙে যায় এই বট বৃক্ষের নিচে রাখা মানুষের বাড়ি ঘরে স্থাপিত মা কালির মূর্তিগুলিও। আটকে পরে রাস্তাঘাট। খবর দেওয়া হয় প্রশাসনে।, সকাল ৭টায় খবর দেওয়া হলেও কোন হেলদোল নেই প্রশাসনের পক্ষ থেকে বলে অভিযোগ এলাকাবাসীর।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service