2025-02-06
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

গণনায় শান্তি বজায় রাখার আহ্বান এসডিপিও অজয় কুমার দাসের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুসরা মার্চ ভোট গণনার দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান রাখলেন সদর মহকুমার এসডিপিও। বলেন গণনার সময় যাতে কোন রূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে পুলিশের পাশাপাশি নজর রাখতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দের। গত ৪০ বছরেও ত্রিপুরায় এত সুন্দর ভোট পর্ব অনুষ্ঠিত হয়নি। এবারের নির্বাচন সারাদেশের কাছে ইতিহাস গড়েছে রাজ্য। অবাধ শান্তিপূর্ণ ভোট দান করেছেন রাজ্যের গণদেবতারা। যা রীতিমতো নজির তৈরি করেছে নির্বাচন কমিশনের কাছেও। অবাধ ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হওয়ার ফলে ২৩ এর মস মসনদে কে বসবে এ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে দুই দলের মধ্যেই। সোশ্যাল মাধ্যমে ভুয়া খবর প্রচার করে শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করছে একশ্রেণীর মানুষ। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ দেখে বিভ্রান্ত হয়ে পড়েছেন রাজ্যের গণদেবতারাও।শান্তিপূর্ণ নির্বাচনে নিজেদের জয় সম্পর্কে আশাবাদী শাসকবিরোধী দুটি দল। সন্ত্রাস পিছু ছাড়ছে না নির্বাচনের দিন থেকে। ব্যতিব্যস্থ হয়ে পড়েছে পুলিশ প্রশাসন। ফলে চলছে দফা ওয়ারী বৈঠক। প্রশাসনের তরফ থেকে বারবার ডাকা হচ্ছে সর্বদলীয় বৈঠক। বুধবার রাজধানীর পশ্চিম থানায় সব কটি রাজনৈতিক দলের ক্যান্ডিডেট ও নির্বাচনী এজেন্টদের নিয়ে কাউন্টিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সদর মহকুমার এসডি পিও অজয় কুমার দাস। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বড়জলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা: দিলীপ দাস। ডা : দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , গত ৪০ বছর পর রাজ্যে এই ধরনের নির্বাচন হয়েছে। জয় নিশ্চিত শাসকদলের।মহকুমা পুলিশ আধিকারিকের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় সব কটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ভোট গণনার দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উপর সমস্ত নেতৃবৃন্দরা ঐক্যমতে পৌঁছেছেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service