2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রচার প্রসার সংক্রান্ত নির্দেশিকা জারি করল কমিশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনী প্রচার, ওপেনিয়নপোল ও এক্সিটপোলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। একই সঙ্গে ইলেকট্রনিক্স প্রিন্ট, সোশ্যাল মিডিয়া, কেবল নেটওয়ার্ক প্রত্যেকের প্রতি আবেদন রেখেছেন নির্বাচন কমিশনের গাইডলাইন ফলো করার জন্য। নির্বাচনের ফলাফল ঘোষণার আগে অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি বিকেল চারটার আগে নির্বাচনের ফলাফল সংক্রান্ত কোনরূপ ওপেনিয়নপোল এবং এক্সিটপোল প্রকাশ করতে পারবেনা প্রিন্ট ইলেকট্রনিক্স, কেবল নেটওয়ার্ক ও সোশ্যাল মিডিয়া। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই নির্দেশ জারি করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে। এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, নির্বাচন সংক্রান্ত সমস্ত ধরনের প্রচার প্রসার বন্ধ করে দিতে হবে ১৪ই ফেব্রুয়ারি বিকেল চারটার মধ্যে। শুধুমাত্র নির্বাচন কমিশনারের অনুমোদনক্রমে প্রিন্ট মিডিয়াগুলি নির্বাচনের দিন পর্যন্ত বিজ্ঞাপন ছাপাতে পারবে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আটচল্লিশ ঘন্টা আগেই প্রচার প্রচার বন্ধ করা হয় শুধুমাত্র ভোটারদের কথা চিন্তা ভাবনা করে।ভোটাররা যাতে সঠিক চিন্তা-ভাবনা করে তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করার সিদ্ধান্ত নিতে পারে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service