জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মোহভঙ্গ হয়ে গিয়েছে পৃথক তিপরা ল্যান্ডের।বোবাগ্রার উপর আস্থা বিশ্বাস হারিয়ে দলে দলে থানসা যোগ দিচ্ছে শাসক বিজেপি দলে। বিশেষ করে তিপ্রা মথার নির্বাচনী ইশতেহার ঘোষণার পর থেকে মথার নেতৃত্বরা দলের প্রতি আস্থা হারিয়ে শাসক দলের শরণাপন্ন হচ্ছে। মঙ্গলবার মধ্যরাতে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মার সমর্থনে ৫০০ পরিবারের প্রায় 1600 ভোটার বিজেপির পতাকা তলে সামিল হয়েছেন। এদিন রাতেই বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে দলত্যাগীদের শাসক বিজেপি দলের পতাকা তলে শামিল করেছেন। এদিন তিপ্রা মথা দলত্যাগীদের মধ্যে উল্লেখযোগ্যরা ছিল , প্রদ্যুৎ ঘনিষ্ঠ গোবিন্দ হরি জমাতিয়া, খোয়াই জেলা সম্পাদক দেবজিৎ দেববর্মা, সভাপতি বিশপা হরি জমাতিয়া প্রমূখ।
রাজ্য
তিপ্রামথায় ভাঙ্গন ১৬০০ ভোটার বিজেপিতে
- by janatar kalam
- 2023-02-08
- 0 Comments
- Less than a minute
- 3 years ago




Leave feedback about this