জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনী ভোট প্রচারে এখন পর্যন্ত বিরোধীদের টেক্কা দিয়ে যেন কয়েক কদম এগিয়ে রয়েছে শাসকেরা। দলের মনোনীত প্রার্থীরা কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রতিদিন পালা করে ছুটে বেড়াচ্ছেন ভোটের দরজায়। লক্ষ একটাই গণদেবতাদের আশীর্বাদ নিয়ে নির্বাচনে জয়ী হওয়া। রাজ্যের অন্যান্য বিধানসভা গুলির সাথে সঙ্গতি রেখে সেই লক্ষ্যে এগিয়ে চলেছে আগরতলা বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যও। এই বনমালীপুর কেন্দ্রটি বরাবরই বাম বিরোধী। গত বিধানসভা নির্বাচনের রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিপ্লব কুমার দেব। যিনি বর্তমানে রাজ্যসভার সাংসদ। সাংসদ শ্রী দেবের কেন্দ্রে এবার দল প্রার্থী করেছে রাজীব বাবুকে। রাজিব বাবুর প্রধান প্রতিপক্ষ হলেন বাম কংগ্রেস জোটের এলাকার প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায়। তাই গতবারের জয়ের ব্যবধান আরো বাড়িয়ে জয় সুনিশ্চিত করার লক্ষ্যে প্রতিদিনই কর্মী সমর্থকদের সাথে নিয়ে এখন বাড়ি বাড়ি ছুটে বেড়াচ্ছেন রাজিব বাবু। মন্ডল সভাপতি দীপক কর সহ কর্মীদের সাথে নিয়ে প্রচারে নেমে ব্যাপক সাড়া পাচ্ছেন প্রদেশ বিজেপি সভাপতি। জয় সম্পর্কে ১০০ ভাগ নিশ্চিত তিনি।
রাজ্য
লক্ষ একটাই গণদেবতাদের আশীর্বাদ নিয়ে নির্বাচনে জয়ী হওয়া : রাজীব
- by janatar kalam
- 2023-02-05
- 0 Comments
- Less than a minute
- 3 years ago




Leave feedback about this