2025-02-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আড়াই লক্ষ কর্মসংস্থানের ইশতেহার সিপিআইএমের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি বেসরকারি মিলে আড়াই লক্ষ বেকারের কর্মসংস্থানের সুযোগ করবে সিপিআইএম। একই সঙ্গে সাংবাদিক এবং সাংবাদিকদের পরিবারের জন্য কল্যাণমূলক প্রকল্প রূপায়ণ করবে। নির্বাচনী ইশতেহার প্রকাশ করে ঘোষণা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।ক্ষমতায় এলে বিনামূল্যে পানীয় জল সরবরাহ করবে। বিদ্যুতের বিল কমিয়ে আনবে ৫০ শতাংশ। রেগা সহ অন্যান্য দপ্তরের মাধ্যমে শ্রমিকদের কাজ দেওয়া হবে বছরে ২০০ দিনের। এছাড়া টুয়েপের কাজেও বৃদ্ধি করা হবে। সামাজিক ভাতা প্রাপকের সংখ্যা ও ভাতার টাকার পরিমান বৃদ্ধি করবে। ইত্যাদি বহুবিদ প্রতিশ্রুতি লিপিবদ্ধ করে ৫ টাকা মূল্যের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন সিপিআইএম। শুক্রবার সিপিআইএম সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।এ দিল সিপিআইএম রাজ্য সম্পাদক সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন সিপিআইএম ক্ষমতায় এলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। বলেন আমরা চাই সত্যিকারের ফ্রিডম অব দ্য প্রেস। এ দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ণ কর। বলেন সিপিআইএম ক্ষমতা এলে অক্ষরে অক্ষরে পালন করা হবে নির্বাচনী ইশতেহার।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service