2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ক্ষমতায় আবারো ফিরছে একবার বিজেপি : সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ গোটা রাজ্যেই উৎসবের মেজাজে মনোনয়নপত্র দাখিল করল সবকটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। শাসক থেকে শুরু করে বিরোধীরা ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে সুবিশাল মিছিলের মধ্য দিয়ে নিজেদের মনোনয়ন পত্র দাখিল করলেন। তারই অঙ্গ হিসেবে আজ মজলিশপুরের বিধায়ক সুশান্ত চৌধুরী ব্যাপক কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা করলেন এবং এদিন তিনি শ্ৰী শ্ৰী মা ত্রিপুরাসুন্দরীর আশীর্বাদ এবং জনগনের আস্থার সঙ্গে আজ নতুন অধ্যায়ের সূচনা হলো বলে জানানোর পাশাপাশি এভাবেই পাশে থাকার আহ্বান জানান।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service