2025-02-28
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বাড়ি বাড়ি এক প্রস্ত ভোট প্রচার সেরে নিলেন বাম প্রার্থী রামু

নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন রাজ্যে তেজী হয়ে উঠছে রাজনৈতিক দলগুলির ভোট প্রচার কর্মসূচি। তবে এখন পর্যন্ত এই রাজনৈতিক প্রচারে যেন অন্যান্য রাজনৈতিক দলগুলিকে টেক্কা দিয়ে খানিকটা হলেও এগিয়ে রয়েছে বিরোধীদল বামেরা। সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা দিয়ে ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিলের কাজও শেষ করে নেয় তারা। এখন চলছে প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার ও মিছিল সভা। আগরতলা শহর এলাকার অন্যতম একটি নজর কাড়া কেন্দ্র হল ১৩ প্রতাপগড়। এই কেন্দ্রে শাসকদল প্রার্থী করেছে বর্তমান বিধায়ক রেবতী মোহন দাসকে। অপরদিকে বিরোধী সিপিআইএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এলাকার প্রাক্তন বিধায়ক রামু দাস। প্রতাপগড় বরাবরই প্রয়াত প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের দুর্গ ছিল। টানা বেশ কয়েকবার এই কেন্দ্র থেকে প্রতিপক্ষদের ধরাশায়ী করে জয়ী হয়েছিলেন অনিল সরকার। তিনি প্রয়াত হবার পর এই কেন্দ্রে বামেরা উপনির্বাচনে প্রার্থী করে এলাকার শিক্ষিত ও তরুণ যুবক রামু দাসকে। উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন রামু। কিন্তু গত বিধানসভা নির্বাচনের সেই জয়ের ধারা ধরে রাখতে পারেননি তিনি। রামুকে বিশাল ব্যবধানে হারিয়ে এই কেন্দ্র থেকে প্রথমবারের মতো জয়ী হয়েছিলেন রেবতী মোহন দাস। এবার ফের এই দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সম্মুখ সমরে।
রবিবার সরকারি ছুটির দিন ফের আরো একবার এমনটা দেখা গেল। এদিন যোগেন্দ্রনগর রেন্টার্স কলোনি এলাকায় দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি এক প্রস্ত ভোট প্রচার সেরে নিলেন বাম প্রার্থী রামু। রামুর হয়ে এদিন ভোট প্রচারে নামতে দেখা গেল প্রাক্তন বিধায়ক নকুল দাস, সিপিএম রাজ্য কমিটির সদস্য সমর চক্রবর্তী, স্থানীয় অঞ্চল নেতা বিশ্বজিৎ সাহা আরো অনেককে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service