2025-02-06
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিজেপিতে যোগ দিল মবশ্বর সুবল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপিতে যোগ দিলেন সিপিআইএম বিক্ষুব্ধ বিধায়ক মবশ্বর আলী ও তৃণমূল প্রাক্তন রাজ্য সভাপতি সুবল ভৌমিক। নয়া দিল্লিতে বিজেপি সদর দপ্তরে তাদেরকে দলে বরণ করে নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা ও দলের মুখপাত্র ড :সম্বিত পাত্রা। প্রসঙ্গত সুবল ভৌমিক একদা রাজ্য বিজেপির সহ-সভাপতি ছিলেন। সুবল ভৌমিক দলে ফেরায় অনেকটাই ব্যাকফুটে গেল তৃণমূল কংগ্রেস ও বিরোধী জোট , মনে করছেন সচেতন মহল। রাজ্য বিজেপির নয়া সমীকরণ , দুজনেই পেতে চলেছেন দলীয় টিকেট।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service