জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সময় কম হাতে। তাই সোমবার থেকেই নির্বাচনি প্রচার শুরু করে দিয়েছেন কংগ্রেস দলের নেতা তথা প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা।এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার সকালে ৮ টাউন বড় দোয়ালি বিধানসভা কেন্দ্রের অধীন শান্তি পাড়া মসজিদ এলাকায় প্রাক্তন বিধায়ক বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে পড়েন। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে তিনি গন দেবতাদের কাছে ভোট ভিক্ষা চান। প্রচার চলা কালিন সময়ে এক সাক্ষাৎকারে প্রাক্তন বিধায়ক বলেন, প্রচারে বেরিয়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন।এই পাড়ায় বসবাস করেন তিনি । তাই এটা উনার নিজের পারা।এই পাড়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৌহাদ্য ও সৌভাতৃত্বের মেল বন্ধন বলে তিনি জনান । তিনি জয় নিয়ে আশা ব্যক্ত করেন।
Leave feedback about this