জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার নেতাজীকে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন রাজ্যের মানুষ। সরকারিভাবে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সহযোগিতায় প্রতিবছরই নেতাজি জয়ন্তীর মূল অনুষ্ঠানটি হয় আগরতলায়। রাজ্যে নেতাজির জন্ম জয়ন্তী মানেই আগরতলা শহরে বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রা। যে শোভাযাত্রায় দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয় জনসম্মুখে। গেল দুটি বছর করোনার কারণে শহরের শোভাযাত্রার আয়োজন করা সম্ভব হয়নি। নিয়ম রক্ষার্থেই দুটি বছর নেতাজির জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এবছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে ভোটের দামামার মধ্যেই সরকারি সহায়তায় নেতাজির জন্ম জয়ন্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করলো নেতাজী সুভাষ বিদ্যানিকেতন।
সকালে নেতাজি স্কুল প্রাঙ্গনে জাতীয় পতাকা ও আজাদ হিন্দের ফৌজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, দপ্তরের অধিকর্তা সহ আরো বিশিষ্ট অতিথিরা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর শোভাযাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আর এই শোভাযাত্রায় নেতাজি স্কুলের ছাত্র-ছাত্রীরা দেশ মাতৃ বন্দনায় দেশের বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি ও বর্তমান পরিস্থিতি তুলে ধরেন জনসম্মুখে। স্কুলের ছাত্র-ছাত্রীরা ছাড়াও শহরের বেশ কয়েকটি স্কুল ও সংস্থা অংশ অংশ নেয় এই শুভযাত্রায়।
রাজ্য
গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় নেতাজীকে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন রাজ্যের মানুষ
- by janatar kalam
- 2023-01-23
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this