জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৩৩৭ জন সাংবাদিককে বছরে তিন লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমার আওতায় এনেছে রাজ্য সরকার। নতুন স্বীকৃতি পত্র দিয়েছে ১৮৯ জন সাংবাদিককে ,১৪১ জন সাংবাদিকের স্বীকৃতি পত্র পুনর্নবীকরণ করা হয়েছে। ৬৫ ঊর্ধ্ব ২৫ জন বরিষ্ঠ সাংবাদিককে দেওয়া হয়েছে স্বীকৃতি।সাংবাদিকদের দীর্ঘদিনের দাবিকে মর্যাদা দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার মহাকরণে আয়োজিত এক অনুষ্ঠানে নবীন প্রবীণ সাংবাদিকদের হাতে সরকার স্বীকৃত পত্র ও স্বাস্থ্য বীমার নথি তুলে দিয়েছেন রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রি সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তর বরাবরই আন্তরিক ছিল , রাজ্য সরকার ও তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সরকার স্বীকৃতি পত্র প্রদানের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।এদিন নতুন পুরানো মিলিয়ে ৩৩৭ জন সাংবাদিককে স্বাস্থ্য বীমা সহ পরিচয় পত্র প্রদান করেছেন মন্ত্রী নিজেই। বলেন,ভারতবর্ষের সব কয়টি নামিদামি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন এই সমস্ত সাংবাদিকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা ও সচিব।
প্রসঙ্গত বিগত বামফ্রন্ট সরকারের আমলে বহু প্রবীণ সাংবাদিক সরকার স্বীকৃতপত্র প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে। বহু কাঠ খড় পুড়িয়েও সরকার স্বীকৃত পত্র পাওয়া যায়নি। তৎকালীন সময় রাজনৈতিক পরিচয়ে সরকার স্বীকৃত পরিচয় পত্র তুলে দেওয়া হত সাংবাদিকদের হাতে। স্বাস্থ্য বীমার কথা তখন ভাবাই দুষ্কর ছিল। বারবার সাংবাদিকরা দাবি করা সত্ত্বেও কোন গুরুত্ব দেওয়া হয়নি। তখনকার সময়ে মুষ্টিমেয় কিছু সাংবাদিকদের জন্য মাত্র ১০০০ টাকা করে ভাতা চালু করেছিল। বর্তমান সরকার বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে তার সাহসিকতার পরিচয় দিয়ে সাংবাদিকদের ভাতা বৃদ্ধি করেছিল ১০ হাজার টাকা। এবছর একই সঙ্গে তিন শতাধিক সাংবাদিকের পরিচয় পত্র দিয়ে বলতে গেলে সর্বকালীন রেকর্ড করেছে বর্তমান সরকার।
এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী নবাগত সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, সাংবাদিকদের পরিচয় পত্র প্রদান প্রক্রিয়া, ক্রমাগত চলতে থাকবে। এ যাত্রায় যারা কার্ড পায়নি তাদেরকে পরবর্তী সময়ে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হবে। মন ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোন কারণ নেই। কেননা সরকার একজন সাংবাদিকের সমস্ত খতিয়ান নিয়েই তার নৈতিকতা বিবেচনা করে উচ্চ কমিটি দ্বারা নির্বাচনের মাধ্যমে এই স্বীকৃতি পত্র প্রদান করে থাকেন।
রাজ্য
৩৩৭ জন সাংবাদিককে বছরে তিন লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমার আওতায় এনেছে রাজ্য সরকার বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2023-01-17
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this