2025-03-01
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ভাল্লুকের আক্রমণে হাসপাতলে যুবক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভালুকের কামড়ে আহত সত্যঞ্জয় রিয়াং নামে 33 বছরের এক ব্যক্তি। তার বাড়ি তৈনানি তইহরচম এলাকায় । জানা যায় সত্যঞ্জয় রিয়াং এবং তার সহকর্মী মিলে জঙ্গলে গিয়েছিল বাঁশ কাটার জন্য । তারপরই জঙ্গলের একটি গোহা থেকে বের হয়ে আচমকা হামলে পরে সত্যঞ্জয় এর উপর। এতে গুরুতর আহত অবস্থায় তার সহকর্মীরা মিলে তাকে নিয়ে যায় উদয়পুর গোমতী জেলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে প্রাথমিক চিকিৎসা করার পর বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে সত্যঞ্জয় ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service