2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কংগ্রেস ও কমিউনিস্টরা ২৫ বছর যাবদ ত্রিপুরার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে : বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
কংগ্রেস ও কমিউনিস্টরা মানুষের অহীতকারী অসুরিয় শক্তি। এরা মিলেই ২৫ বছর যাবদ ত্রিপুরার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে l দূর্গারুপী নারী শক্তিরাই আসন্ন বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিক পথে এই অসুর শক্তিকে বধ করবে l আজ ফটিকরায় মন্ডল আয়োজিত সুবিশাল বিজয় সংকল্প ৱ্যালিতে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা সাংসদ বিপ্লব কুমার দেব l সোমবার ঊনকোটি জেলায় বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেন তিনি l প্রথমেই চন্ডিপুর বিধানসভার মূর্তিছড়া চা-বাগানের শ্রমিকদের সাথে মত বিনিময় করেন l সব শেষে ফটিকরায়ের জগন্নাথপুর বাগান পাড়ায় চা শ্রমিকদের সাথে মত বিনিময় বৈঠক করেন l এদিন একজন চা-শ্রমিকের বাড়িতে, মধ্যাহ্ণ ভোজনও করেন তিনি l

বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস থাকলে, ২০১৮ সালের নির্বাচনেও কমিউনিস্টদের উৎখাত করে পরিবর্তন সম্ভব হতো না l তাদের পর্দার আড়ালের মিতালি এখন স্পষ্ট l বিজেপির আপোষহীন প্রচেষ্টায় শুধুই ক্ষমতার বদল নয়, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমাজ পরিবর্তন সম্ভব হয়েছে l বর্তমান সরকারের সঠিক ব্যবস্থাপনার ফলে, গড় আয় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অর্থনৈতিক ভীত সুদৃঢ় হয়েছে l এর ফল স্বরূপ, সর্বশেষ পরিসংখ্যান অনুসারে GST সংগ্রহের পরিমান এক বছরে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে l যার অর্থ বছরে পাঁচ লক্ষের অধিক উপার্জনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে l কমিউনিস্টরা মানুষকে বঞ্চিত করতে জানে, আর বিজেপি অন্তিম ব্যক্তি পর্যন্ত সকল স্তরের কল্যানে কাজ করে l

তিনি বলেন, বর্তমান সরকারের সদিচ্ছায় জমির মালিকানা পেয়েছে রাজ্যের মানুষ l আর্থ সামাজিক জীবনমান বিকাশে একাধিক পরিকল্পনা রূপয়িত হয়েছে l রাজনৈতিক স্বার্থে সহজ সরল চা-শ্রমিককদের বিগত ২৫ বছর যাবদ অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে l কিন্তু, নরেন্দ্র মোদীর আন্তরিকতায় উত্তর পূর্বাঞ্চলের সমস্ত জাতি গোষ্ঠীর সার্বিক উন্নয়নের সফল পাচ্ছেন তারাও। তিনি বলেন, প্রত্নতাত্মিক বিভাগের শাখা খোলার পাশাপাশি কৈলাশহরে বিমানবন্দর চালুর বিষয়ে সংসদে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে l ঊনকোটির সৌন্দর্য ও গরিমা তাজমহল থেকে কোনো অংশে কম নয় l বর্তমান সরকারের যথার্থ প্রচার প্রসারের ফলে, ঊনকোটি ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় উঠে এসেছে l পর্যটন কেন্দ্রগুলির বিকাশের ফলে, পর্যটকদের আসার সংখ্যা বৃদ্ধি পেয়েছে l ফলে, রোজগারের সুযোগ বাড়ছে l আগামী এক মাস নিরলস পরিশ্রম করে, রাজ্যে প্রবাহমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে, ২০২৩ শে আরও অধিক সমর্থন নিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি l এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মন্ত্রী ভগবান দাশ, বিধায়ক সুধাংশু দাশ প্রমুখ l

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service