2024-11-26
agartala,tripura
রাজ্য

পঞ্চভূতে বিলীনের পথে মন্ত্রীএন সি দেববর্মার মরদেহ বিধানসভা ও সচিবালয় শেষ শ্রদ্ধা জানাল সহকর্মীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অশ্রুসজল চোখে শেষ বিদায় জানালো রাজ্য মন্ত্রিসভার বরিষ্ঠ মন্ত্রী এনসি দেববর্মাকে। সতীর্থ, সহকর্মী ও মহাকরণ কর্মচারীরা সকলেই মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান তাদের প্রিয় মানুষটিকে। চোখের জল ধরে রাখতে পারেননি এদিন অনেকেই। আর কোনদিন বিধানসভায় যেতে দেখা যাবে না মন্ত্রী এনসি দেববর্মাকে। দীর্ঘ রোগভোগের পর বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রবিবার ইংরেজি নববর্ষের প্রথম দিনেই পরলোকে পাড়ি দিয়েছেন রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী এনসি দেববর্মা। শেষ মুহূর্তেও মৃত্যুর সঙ্গে করেছেন লড়াই। ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হওয়ার পরও ক্রিটিক্যাল অপারেশন করা হয়েছিল এনসি দেববর্মাকে। কিন্তু শেষ লড়াইয়ে আর জিততে পারেনি। মৃত্যুর কাছে হার মেনে সকলের অলক্ষ্যেই তিপরা ল্যান্ডের অধরা স্বপ্ন রেখেই শায়িত হয়ে গেলেন চিরতরে। মঙ্গলবার সকালে প্রথমেই ট্রান্সফর্মার মরদেহ নিয়ে যাওয়া হয় প্রসার ভারতী আকাশবাণী আগরতলা কেন্দ্রে।সেখানে সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানানোর পর, সোজা নিয়ে যাওয়া হয় রাজ্য বিধানসভা ও সচিবালয়ে। এখানে একে একে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিধানসভার অধ্যক্ষ, মন্ত্রী, বিরোধী কংগ্রেস সিপিআইএম দলের বিধায়ক গন এবং সচিবালয়ের কর্মচারীগণ পুষ্প মাল্য ও ফুলের তোড়া দিয়ে প্রয়াত মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিধানসভা ভবন এ দিন শেষ শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন , রাজ্য মন্ত্রিসভার একজন বলিষ্ঠ মন্ত্রীকে হারিয়ে অপূরণীয় ক্ষতি হয়ে গেল রাজ্য সরকার তথা রাজ্যবাসীর। এদিন একে একে শেষ শ্রদ্ধা জানান রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন , আইপিএফটি দলের নেতৃবৃন্দ এবং বিরোধী কংগ্রেস সিপিআইএম দলের বিধায়ক ও সচিবালয়ের কর্মচারীবৃন্দ। প্রয়াত মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, 2018 বিধানসভা নির্বাচনে এনসি দেববর্মার একটি বিশেষ ভূমিকা ছিল। এই রাজ্যের ভূমিপুত্র হিসেবে তার একটা বিশেষ মর্যাদা ছিল। এদিন প্রয়াতঃ এনসি দেববর্মা কে শেষ শ্রদ্ধা জানিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, এনসি দেববর্মার ভিতর মানুষের জন্য কিছু করার একটা বিশেষ প্রবণতা ছিল। তার অকাল প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত।আইপিএফটি জলের দলের নেতৃবৃন্দ দলীয় সুপ্রিমোকে হারিয়ে গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছে। বলেন আইপিএফটি দল হারাল তার প্রতিষ্ঠাতাকে। অপূরণীয় স্বপ্ন অধরা রেখেই ইহলোকে পাড়ি দিলেন মন্ত্রী-এন সি দেববর্মা।বিধানসভা ভবনে শেষ শ্রদ্ধা জানানোর পর মন্ত্রী এন সি দেববর্মার মরদেহ নিয়ে যাওয়া হবে তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুরের পৈত্রিক ভিটাতে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service