2024-11-26
agartala,tripura
রাজ্য

মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার মৃত্যুতে একদিনের সরকারি ছুটি এবং তিন দিনের রাজ্য শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলে গেলেন আইপিএফটি সুপ্রিমো তথা রাজ্য মন্ত্রিসভার বরিষ্ঠ মন্ত্রী এনসি দেববর্মা। ইংরেজি নববর্ষের প্রথম দিনেই রাজ্যবাসী হারালো একজন বিশিষ্ট সমাজসেবী,রাজনীতিবিদ, লেখক ও গরিষ্ঠ মন্ত্রীকে। বরিষ্ঠ মন্ত্রীর মৃত্যুতে রাজ্যে এক দিনের সরকারি ছুটি ও তিন দিনের শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা।ইংরেজি নববর্ষের প্রথম দিনেই অপূরণীয় ক্ষতি হয়ে গেল রাজ্যের আপামর জনগণের। দীর্ঘ রোগভোগের পর বার্ধক্যজনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্য মন্ত্রিসভার বরিষ্ঠ মন্ত্রী নরেন্দ্র দেব বর্মা। তার মৃত্যুতে গভীর মর্মাহত মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। জিবি হাসপাতাল এ বরিষ্ঠ মন্ত্রীর মৃত্যুর খবর পেয়েই ছুটে যান মুখ্যমন্ত্রী। শেষ শ্রদ্ধা জানান, বরিষ্ঠ মন্ত্রীকে। গভীর শোক ও সমবেদনা জানান তার পরিবার পরিজনদের। উল্লেখ্য মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা কর্মজীবনে প্রসার ভারতীর আকাশবাণী আগরতলা কেন্দ্রের অধিকর্তার পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন। তারপরই বিভিন্ন সমাজসেবা ও রাজনীতির সাথে যুক্ত হন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী সোমবার রাজ্য সরকারি ছুটি ঘোষণা করেন , বরিষ্ঠ মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা মৃত্যুতে রাজ্যের তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, সোমবার সকাল দশটায় রাজ্য বিধানসভা ও সচিবালয়ে নিয়ে যাওয়া হবে মন্ত্রী-এনসি দেববর্মার নিথর দেহ। সেখানে মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী বিধায়ক ও সচিবালয়ের কর্মচারীরা শেষ শ্রদ্ধা জানাবেন। মুখ্যমন্ত্রী এদিন মন্ত্রী-এমপিদের মৃত্যুতে গভীর শোকাহত বলেন, এনসি দেববর্মার মৃত্যুতে শুধু আমাদের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে গোটা রাজ্যবাসীর | কেননা ত্রিপুরা জাতি উপজাতি সমস্ত অংশের মানুষের যদি কোন জনপ্রিয় নেতা ছিল তবে সেটা ছিল এনসি দেববর্মা। তার মৃত্যুতে গোটা রাজ্যের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল | বরিষ্ঠ মন্ত্রী-এন সি দেববর্মার মৃত্যুতে এদিন মুখ্যমন্ত্রী সহ প্রায় সমস্ত নেতৃবৃন্দের চোখে জল ঝরতে দেখা গিয়েছে।শনিবার রাজধানীতে শেষ শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে তেলিয়ামুড়া মহাকুমার কল্যাণপুর পৈত্রিক বাড়িতে। সেখানেই আত্মীয়স্বজনদের শেষ শ্রদ্ধার মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন করা হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service