2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পুজোতে ট্রাফিকের করা নজরদারি

পুজো মানেই আনন্দ বাগদেবীর আরাধনায় বিভোর সকলে। শহরে যান সন্ত্রাস রুখতে মাঠে নেমেছে ট্রাফিক দপ্তর। রাজবাড়ী সহ একাধিক জায়গায় ব্যারিকেট গড়ে চ্যাকিং করা হচ্ছে উপস্তিথ ছিলেন ট্রাফিক ডি এস পি বিষ্ণু দেবনাথ সহ অন্যান্য ট্রাফিক পুলিশ কর্মীরা। সারা শহরেই এই অভিযান চলছে বলে জানান ট্রাফিক ডি এস পি বিষ্ণু দেবনাথ। বাইকের গতিবেগ সহ কাগজ দেখে ছাড়া হচ্ছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service