2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দ্বিগুণ আসন নিয়ে তেইশে ক্ষমতায় ফিরবে বিজেপি :মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০১৮ বিধানসভা নির্বাচন থেকে দ্বিগুণ আসন নিয়ে ২০২৩ সালে ক্ষমতায় ফিরছে বিজেপি। দলীয় অফিসের দ্বার উদ্ঘাটন করে জোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। সোমবার কাকড়াবন- শালগড়া মন্ডল কার্যালয়ের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,২০২৩ সালে বিজেপি দল দ্বিগুণ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে। ২৫ বছরের শোষক সরকার এই রাজ্যে আর কখনোই ক্ষমতায় ফিরবে না। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন , আমাদের লক্ষ্য একটাই , ২০২৩ সালে বিজেপি সরকারকে ক্ষমতায় প্রতিষ্ঠা করা পাশাপাশি কাকড়াবন শালগড়া বিধানসভা কেন্দ্র থেকে পবিত্র বিধানসভায় একজনকে প্রতিনিধি করে পাঠানো। সভায় অন্যান্য বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজেপির এই কার্যালয় জনগণের জন্য করা হল।যারা এই অফিস উদ্বোধন করার জন্য সাহায্য করেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।এখন থেকে দলকে শক্তিশালী করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। ভারতীয় জনতা পার্টি এরাজ্যে‌ জনগণের স্বার্থে কাজ করে চলছে। রাজ্যের উন্নয়নে সরকার কাজ করে চলছে যেমন গরীব দুঃস্থদের মধ্যে দুইহাজার টাকা ভাতা প্রদান, বাড়ি বাড়ি জলের ব্যবস্থা,গ্ৰামে গ্ৰামে বিদ্যুৎ – র ব্যবস্থা করা, চাকুরি,স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, রাস্তা ঘাট উন্নয়ন সহ সব করে যাচ্ছে। বিরোধীরা রাজ্যকে বদনাম করার জন্য চেষ্টা করে যাচ্ছে। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন বক্তারা। দলীয় কার্যালয়ের উদ্বোধনে কর্মী সাধারণের উপস্থিত ছিল চোখে পড়ার মত। উপস্থিত ছিলেন, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার জেলা সভাপতি অভিযেক দেব রায় সহ বিভাগ ও মন্ডল নেতারা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service