2024-12-26
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

অনুষ্ঠিত হতে চলেছে সর্বধর্ম মিশনের ১০৪ তম বার্ষিক সর্বধর্মৎসব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অনুষ্ঠিত হতে চলেছে শ্রীমৎ লবচন্দ্র প্রতিষ্ঠিত সর্বধর্ম মিশনের ১০৪ তম বার্ষিক সর্বধর্মৎসব। শনিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একুশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই উৎসব বলে জানালেন সর্বধর্ম মিশন ইন্টিরিম কমিটির সম্পাদক তাপস পাল। তাছাড়া এদিন তিনি আরো বলেন যে সর্ব্ব ধর্ম্মের মিলন, সাম্প্রদায়িক সম্প্রীতি, বিশুদ্ধ ধর্মচক্র প্রতিষ্ঠা, জাতিভেদ প্রথা দূরীকরণ ও নারীর মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে ‘সর্ব-সমাজ গঠনের লক্ষ্য সাধনই হল এই উৎসবের মূল লক্ষ্য বলে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service