জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় দলমত নির্বিশেষে সকল অংশের মানুষের উপস্থিতির জন্য আহব্বান রেখেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা।সবাই বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে। রবিবার রাজধানীর বিবেকানন্দ ময়দানে বেলা আড়াইটায় রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বেশকিছু প্রকল্পের শিলান্যাস ,উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার জন্য প্রধানমন্ত্রীর এই সভা প্রশাসনিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই সমস্ত সরকারি আধিকারিকদের উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি সরকার চাইছে সাধারন মানুষের উপস্থিতি। কেননা যাদের জন্য এই প্রকল্প গুলির ঘোষণা, তারাই যদি অনুষ্ঠানে ব্রাত্য থাকে, তাহলে আর এই সভার গুরুত্বই বাকি রইল। শনিবার রাজধানী শহরে এক সাফাই অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করে সকল অংশের জনগণকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, দেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর উদ্দেশ্যে আগরতলা পুরো নিগমের উদ্যোগে স্বচ্ছ আগরতলা শ্রেষ্ঠ ত্রিপুরার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে শহরে সাফাই অভিযান এর উপর বর্ণাঢ্য রেলি বের করা হয়েছে। রবিবার প্রধানমন্ত্রী রাজ্যের জন্য নতুন কিছু প্রকল্পের ঘোষণা করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী , দমকল মন্ত্রী রামপ্রসাদ পাল, প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রাজ্য
রাজ্যের জন্য নতুন উপহার নিয়ে আসছেন প্রধানমন্ত্রী বিবেকানন্দ ময়দানে হবে তার ঘোষণা :ডা :মানিক সাহা
- by janatar kalam
- 2022-12-17
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this