জনতার কলম ওয়েবডেস্ক :-রাজ্যসভায় শুক্রবার একটি বেসরকারি প্রস্তাব এনে ত্রিপুরার বিপুল সম্ভবনাময় আগর শিল্পের বিকাশ এবং এর যথার্থ বাণিজ্যিকীকরণের সুযোগ সম্প্রসারনের দাবি উত্থাপণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব। তৎসঙ্গে, আগর বোর্ড গঠন সহ এর বিকাশে পর্যাপ্ত গবেষণা, উৎপাদন বৃদ্ধিতে বিজ্ঞানসম্মত সহায়তা প্রদান সহ, উৎপাদক ও নতুন উদ্যোগীদের উৎসাহিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবি রাখেন।আসাম মধ্যপ্রদেশ সহ অন্যান্য সাংসদরাও বিপ্লব কুমার দেবের এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। সাংসদ শ্রী দেব আশা ব্যক্ত করেন, যে তরল সোনার ন্যায় আগর তেল সহ, আগর গাছ থেকে উপলব্ধ অন্যান্য উপকরণ এর বিপুল চাহিদা ও উচ্চ বিক্রয় মূল্য, উত্তর পূর্বাঞ্চল সহ ভারতের অর্থনৈতিক বিকাশে এক নয়া দিশা দেখাবে
রাজ্য
রাজ্যের সম্ভাবনাময় শিল্প নিয়ে সংসদে সরব বিপ্লব
- by janatar kalam
- 2022-12-16
- 0 Comments
- Less than a minute
- 3 years ago




Leave feedback about this