জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার উপর গুরুত্বারোপ করেছে রাজ্য সরকার। সার্টিফিকেটধারী শিক্ষিত হলে চলবে না। শিক্ষিত হতে হবে গুণগত শিক্ষায় , বললেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তেলিয়ামুড়া সারদাময়ী বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন ক্লাশ রুমের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং খোয়াই জেলা ভিত্তিক বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হল শুক্রবার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন , পূর্বতন সরকারের তুলনায় বর্তমান সরকারের পাঁচ বছরে শিক্ষাক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা প্রথম স্থানে রয়েছে। সেটা কারো মুখের কথা নয় , শিক্ষিত মানুষ গুগলে সার্চ করলেই শিক্ষাক্ষেত্রে ত্রিপুরার উন্নয়ন পরিলক্ষিত হবে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন , বিভিন্ন অফিস-আদালতে যেমন কাজের পরিবেশ তৈরি করতে হয় , এমনি শিক্ষাক্ষেত্রেও পরিকাঠামো উন্নয়ন হল প্রধান জিনিস , ভালো ক্লাসরুম ভালো পরিবেশ পেলে শিক্ষার্থীদের মন ভাল থাকে, আর সেখানেই হয় গুণগত শিক্ষা লাভ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বুনিয়াদী শিক্ষা দপ্তরের সহ অধিকর্তা সজল দেবনাথ, মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, খোয়াই জেলা শিক্ষা অধিকর্তা মিহির দেবনাথ, পৌর পিতা তথা বিদ্যালয়ের এস.এম.সি কমিটির চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
রাজ্য
সার্টিফিকেট নয় শিক্ষিত হতে হবে গুণগত শিক্ষায় : রতন লাল নাথ
- by janatar kalam
- 2022-12-16
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this