2024-11-16
agartala,tripura
রাজ্য

ত্রিপুরায় ফের সরকার গড়েছে বিজেপি : শ্রীনিবাসন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গুজরাটের রাজনীতিতে ইতিহাস তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি। ত্রিপুরায় কবে সেই ইতিহাস ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি ফের ক্ষমতায় ফিরবে মহিলা মোর্চার কর্মকৌশলে। ত্রিপুরায় বিজেপি গড়ার বার্তা প্রধানমন্ত্রীকে দেবে মহিলা মোর্চা। রবিবার দুদিনের রাজ্য সফরে এসেছে মহিলা মোর্চার রাষ্ট্রীয় সভানেত্রী ভারতী শ্রীনিবাসন। রাষ্ট্রীয় সভানেত্রী এদিন খয়ের পুর পল্লীমঙ্গল স্কুল মাঠে মজলিশপুর খয়ের পুর বিধানসভা কেন্দ্রের মহিলা মোর্চার আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসেবে ভাষণ রাখেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ভারতী শ্রীনিবাসন বলেন ত্রিপুরার মহিলা মোর্চা এইখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা দেবে যে ফের ২০২৩ সালে রাজ্য বিধানসভায় সরকার গঠন করবে বিজেপি।এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বামফ্রন্ট নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন , বিগত ২৫ বছরের ইতিহাস মানুষ ভুলে যায়নি, সাধু সাবধান,, আগামীকাল থেকে মহিলা মোর্চার বোনেরা দুটি রিপোর্ট কার্ড হাতে নিয়ে রাস্তায় বেরোবে। একটিতে থাকবে গত ২৫ বছরে সিপিএমের ব্যর্থতা আর অপদার্থতা। অপরটিতে থাকবে বিজেপির পাঁচ বছরের উন্নয়নের রিপোর্ট। এ দিনের জন্য সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী ঝরনা দেববর্মা প্রমূখ। সভায় মহিলাদের সম্মিলিত নৃত্য আর জয়ধ্বনীতে উৎফলিত হয়ে ওঠে পুরো মাঠ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service