2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

গ্রাম প্রধানের মৃতদেহ উদ্ধার , ঘটনার তদন্তে পুলিশ

শান্তিরবাজার রেল স্টেশন সংলগ্ন এলাকায় জল থেকে মৃত দেহ উদ্ধার করলো শান্তির বাজার থানার পুলিশ।
ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত শান্তিকলোনীর বাসিন্দা নকুল বিশ্বাস ( ৬৫ ) গতকাল থেকে নিখোঁজ ছিলো। নিখোঁজ হবার ঘটনাটি বাড়ীর লোকজন শান্তির বাজার থানায় জানায়। রাত্রে অনেক খোঁজাখুজির পর খোঁজ মিললোনা। অবশেষে আজ সকলাবেলা রেলষ্টেশন সংলগ্ন এলাকায় রেলব্রীজের নিচে জলের মধ্যে ভাসমান অবস্থায় নকুল বিশ্বাসকে দেখতেপায় এলাকাবাসী। ঘটনাটি সঙ্গে সঙ্গে শান্তির বাজার থানায় জানানোহয়। ঘটনার খবরপেয়ে শান্তির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধারকরে ময়না তদন্তের জন্য মর্গে নিয়েযান। অপরদিকে নকুল বিশ্বাস গার্দ্দাং পঞ্চায়েতের প্রধান হবার সুবাদে উনার মৃত্যুর খবরপেয়ে স্থানীয় নেতৃত্বরা ঘটনাস্থলে উপস্থিত হন। মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। নকুল বিশ্বাসের আকস্মিক প্রয়ানে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমেএসেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service