জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান শাসকেরা ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার একটিও রুপায়ন করেনি। বছরে পঞ্চাশ হাজার চাকরি, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করন, ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা।অথচ একটা প্রতিশ্রুতিও তারা রক্ষা করতে পারেনি। শুক্রবার আগরতলায় সিআইটিইউ রাজ্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করে এই অভিযোগ করে প্রাক্তন শ্রম মন্ত্রী তথা সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে জানান, সি আই টি ইউ সব সময় শ্রমজীবী অংশের মানুষের পাশে রয়েছে। তাদের দাবি-দাওয়া নিয়ে প্রতিনিয়তই রাস্তায় রয়েছেন সংগঠনের কর্মীরা। এই অবস্থায় শ্রমজীবী অংশের মানুষের জরুরী বেশ কিছু দাবীকে সামনে রেখে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আগরতলা শহরে শ্রমিক সমাবেশ সংঘটিত করা হবে। তিনি এদিন অভিযোগ করে বলেন করোণাকালীন সময়ে স্বাস্থ্য দপ্তরে অনিয়মিত কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। অতিরিক্ত কাজ করানো হলেও তাদেরকে অতিরিক্ত কোন পয়সা বা মজুরি দেয়া হয়নি। শুধু তাই নয় গত পাঁচ বছরে এই শ্রমিকদের কোন মজুরি পর্যন্ত বৃদ্ধি পায়নি। গত কয়েকদিন আগে মিড ডে মিল ওয়ার্কারদের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বর্ধিত এই অর্থ আদৌ তারা পাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
রাজ্য
বর্তমান শাসকেরা ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার একটিও রুপায়ন করেনি : মানিক দে
- by janatar kalam
- 2022-12-09
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this