রবিবার ডন বস্কো স্কুলের হোস্টেল ইনচার্জ হোস্টেলের সামনে বসা ব্যবসায়ীদের বলে দেন যে এখানে বাজার না বসার জন্য . তারই পরিপ্রেক্ষিতে নন্দনগর এলাকার বাজার ব্যবসায়িরা আজ বাজার বয়কটের সিদ্ধান্ত নেয় , কিন্তু উপজাতি বাজার ব্যবসায়ীরা বাজার বসতে গেলে বাঙালি বাজার ব্যবসায়িরা বারন করতে গেলে উপজাতি বাজার ব্যবসায়ী ও বাঙালি বাজার ব্যবসায়িদের মধ্যে বিবাদের শুরু হয় এবং উপজাতি বাজার ব্যবসায়িরা পথ অবরোধে বসে এবং তাদের সাথে কিছু সরকারি কর্মচারীদের আন্দোলনে যোগ দিতে দেখা গেছে বলে অভিযোগ . খবর পেয়ে ঘটানাস্থলে ছুটে যায় এনসিসি থানার পুলিশ বাহিনী ও মহকুমা শাসকের আধিকারিক , এদিন মহকুমা শাসকের আধিকারিক বক্তব্য রাখতে গিয়ে বলেন যে সব সরকারি কর্মচারীদের আন্দোলনে বসতে দেখা গিয়েছে তাদের প্রতি করা পদক্ষেপ নেওয়া হবে কেননা আইন সবার জন্য সমান বলে জানান তিনি.
janatar kalam Blog রাজ্য বাজার বসা নিয়ে উত্তপ্ত হয়ে উঠে নন্দনগর এলাকা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ পুলিশের
Leave feedback about this