রবিবার ডন বস্কো স্কুলের হোস্টেল ইনচার্জ হোস্টেলের সামনে বসা ব্যবসায়ীদের বলে দেন যে এখানে বাজার না বসার জন্য . তারই পরিপ্রেক্ষিতে নন্দনগর এলাকার বাজার ব্যবসায়িরা আজ বাজার বয়কটের সিদ্ধান্ত নেয় , কিন্তু উপজাতি বাজার ব্যবসায়ীরা বাজার বসতে গেলে বাঙালি বাজার ব্যবসায়িরা বারন করতে গেলে উপজাতি বাজার ব্যবসায়ী ও বাঙালি বাজার ব্যবসায়িদের মধ্যে বিবাদের শুরু হয় এবং উপজাতি বাজার ব্যবসায়িরা পথ অবরোধে বসে এবং তাদের সাথে কিছু সরকারি কর্মচারীদের আন্দোলনে যোগ দিতে দেখা গেছে বলে অভিযোগ . খবর পেয়ে ঘটানাস্থলে ছুটে যায় এনসিসি থানার পুলিশ বাহিনী ও মহকুমা শাসকের আধিকারিক , এদিন মহকুমা শাসকের আধিকারিক বক্তব্য রাখতে গিয়ে বলেন যে সব সরকারি কর্মচারীদের আন্দোলনে বসতে দেখা গিয়েছে তাদের প্রতি করা পদক্ষেপ নেওয়া হবে কেননা আইন সবার জন্য সমান বলে জানান তিনি.