2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর উদ্যোগে এবার হতে চলেছে ‘চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট’

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর উদ্যোগে এবার হতে চলেছে ‘চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট’। আয়োজন করছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন । আগামী ২ ডিসেম্বর ২০২২ থেকে ৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে।এই বছর টুর্নামেন্টটি গৌর চন্দ্র সাহার স্মৃতিতে উৎসর্গ করা হচ্ছে। গৌর চন্দ্র সাহা ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ- সভাপতি। তিনি শ্যাম সুন্দর কোং জুয়েলার্সেরও প্রতিষ্ঠাতা। তিনি সবসময় ফুটবলের মতো একটি খেলাকে সম্পূর্ণ ভাবে সব দিক দিয়ে সমর্থন করে গিয়েছেন।বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা ঘোষনা করা হয়। এদিন উপস্থিত সবার সাথে মাঠে কী কী হতে চলেছে সেসব বিষয় নিয়ে কথা হয়। উপস্থিত ছিলেন রতন সাহা (প্যাট্রোন, টিএফএ), প্রণব সরকার (প্রেসিডেন্ট, টিএফএ), অমিত চৌধুরী ( জেনারেল সেক্রেটারি, টিএফএ), অর্পিতা ও রূপক সাহা ( ডিরেক্টর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স)।এদিন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার বলেন, “এ বছরের টুর্নামেন্ট ঘোষণা করতে পেরে আমরা খুবই আনন্দিত।” তিনি আরো বলেন, “বরাবরের মতো, আমরা এমন এক টুর্নামেন্ট উপহার দিতে চলেছি যেখানে শুধু ফুটবলই বিজয়ী হবে।” তাঁর মতামতকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন রতন সাহা ও অমিত চৌধুরী। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এর ডিরেক্টর তথা গৌর চন্দ্র সাহার মেয়ে অর্পিতা সাহা বলেন, “আমাদের সংস্থার প্রতিষ্ঠাতা গৌর চন্দ্র সাহা ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি এবং খেলার সক্রিয় সমর্থক। তিনি খেলার জন্য যা যা প্রয়োজন ছিল সবটাই করতেন।” তিনি আরো বলেন, “এবছর গৌর চন্দ্র সাহার স্মৃতিতে এই টুর্নামেন্টটি উৎসর্গ করা হয়েছে। এবার টুর্নামেন্টকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।”শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এর আরেক ডিরেক্টর রূপক সাহা বলেন, ” টুর্নামেন্টের মান বাড়ানোর জন্য এবার ‘ম্যান অফ দ্য ম্যাচ’, ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’, ‘সেরা উদীয়মান খেলোয়াড়’, সর্বোচ্চ স্কোরার, টুর্নামেন্টের সেরা গোলরক্ষক, ‘সেরা রেফারি’ এবং ‘সেরা কোচ’-কে সংবর্ধনা দেওয়া হবে। তাঁদের সকলের জন্য স্মারক ও নগদ পুরস্কার থাকছে।” তিনি আরো বলেন, ” যে বা যারা সেরা উদীয়মান খেলোয়াড় বা বিজয়ীর তকমা জিতবে তাঁদের কলকাতায় তারকা কোচের অধীনে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হবে। একইসঙ্গে কলকাতা ফুটবল লিগের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ দেবার চেষ্টাও করা হবে।” শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এর তরফ থেকে ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট’- এ সবার অংশ গ্রহন এর জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service