জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন বিভাগের আইন বিধি এবং এই সম্পর্কিত প্রকল্প গুলি কিভাবে গোটা দেশে সঠিক বাস্তবায়ন করা সম্ভব, সে নিয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা শুরু হলো শুক্রবার। আগরতলায় একটি বেসরকারী হোটেলে আয়োজিত দুই দিনের এই কর্মশালা রাজ্যে এই প্রথম। এতে অংশ নেয় দেশের বিভিন্ন রাজ্যের এবং কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ আধিকারিকরা। শুক্রবার সকালে গুরুত্বপূর্ণ দুই দিনের এই কর্মশালার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্য মন্ত্রিসভার সদস্য সান্তনা চাকমা, রামপ্রসাদ পাল, ভগবান দাস সহ প্রশাসনিক আধিকারিকরা। কর্মশালার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, গুরুত্বপূর্ণ এই কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনায় স্থান পাবে নেশার বিষয়টিও। যদিও ইতিমধ্যেই রাজ্য সরকার নেশা প্রতিরোধ করার জন্য জিরো টলার নীতি নিয়ে কাজ করে চলেছে। সরকারের লক্ষ্য হলো নেশা মুক্ত ত্রিপুরা নেশা মুক্ত ভারত গঠন করা।
রাজ্য
সরকারের লক্ষ্য হলো নেশা মুক্ত ত্রিপুরা নেশা মুক্ত ভারত গঠন করা : মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-11-25
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this