জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প ত্রিপুরায় সঠিকভাবে রুপায়ন হয়েছে। বেড়েছে মানুষের মাথাপিছু আয়।তাই মানুষ পুনরায় আবার মোদীকেই চায়। বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। বেড়েছে রাজ্যের মানুষের মাথাপিছু আয়। কর্মসংস্থান হয়েছে অনেক যুবক-যুবতীর। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষ সঠিকভাবে পাচ্ছে। বিজেপি সরকারের শাসনে মানুষ যে শান্তিতে বসবাস করছে সেটা তাদের চোখে মুখেই স্পষ্ট ফুটে উঠেছে। বুধবার প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের 43 নং ওয়ার্ডের ঋষি পাড়াতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব মানুষের ঘরে ঘরে গিয়ে রীতীমতো তাদের হাঁড়ির খবর নেন। জন সম্পর্ক কর্মসূচিতে সাংসদ বিশেষত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি মানুষের কাছে পৌঁছেছে কিনা সেই সম্পর্কে সরাসরি মতবিনিময় করেন। বলেন মানুষের চোখের ভাষাতেই বুঝা যাচ্ছে মানুষ আবার মোদীকে চাইছে। সাংসদ বিপ্লব কুমার দেব এদিন আরও বলেন , সারা ভারতবর্ষে মোদীজি তপশিলি জাতি অংশের মানুষরা কিভাবে আছে।তাদের জীবন-জীবিকা উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলোর উপর বিশেষ গুরুত্বারোপ করেছে। এদিনের জনসম্পর্ক অভিযানে সাংসদ বিপ্লব কুমার দেব এর সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিধায়ক রেবতী দাস ও এস সি মোর্চার রাজ্য সভাপতি টোটন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাজ্য
মানুষ মোদিকে আবার চায় :বিপ্লব কুমার দেব
- by janatar kalam
- 2022-11-23
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this