2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিশ্ব ডাইবেটিস দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক মেগা স্বাস্থ্য শিবির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাতেও সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস।
আগরতলা রামনগর স্পোর্টিং ক্লাবে এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে এদিন বিশ্ব ডাইবেটিস দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক মেগা স্বাস্থ্য শিবিরে। শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। রাজ্যের বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিকের তত্ত্বাবধানে আয়োজিত শিবিরের সুফল গ্রহণ করতে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় ক্লাব প্রাঙ্গণে। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিন চিকিৎসক প্রদীপ ভৌমিক জানান যেভাবে ডায়াবেটিস রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে প্রত্যেকেই উদ্বিগ্ন। বিশেষ করে যাদের ১৮ বছর উর্দের বয়স তাদের প্রত্যেকেরই উচিত ডায়াবেটিকের পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা। কেন্দ্রীয় সরকার ডায়াবেটিস নিয়ে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে। কিন্তু সেগুলি প্রতিপালনের ক্ষেত্রে সরকারের উচিত আরো বেশি মনোযোগী
হওয়া।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service