জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাণীরবাজারের গীতাঞ্জলি হলঘরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা’র গৌরবোজ্জ্বল উপস্থিতিতে ১০-মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৭৬০ জন কৃতী ছাত্র-ছাত্রীকে ব্যক্তিগত উদ্যোগে ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে সংবর্ধিত করেছে তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য তাঁদের হাতে শুভেচ্ছা সরূপ মানপত্র, ফুলের তোড়া ,ডাইরি ,কলম মোমেন্টো তোলে দিয়েছেন মন্ত্রী ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী চৌধুরী বলেন ,করোনা আবহের মধ্যে এই কৃতী ছাত্র-ছাত্রীরা তাঁদের বাবা-মা, স্কুল সহ গোটা এলাকার নাম সারা রাজ্যে উজ্জ্বল করেছে। অনেক প্রতিবন্ধকতা ও প্রতিকূলতাকে জয় করে তাঁরা তাঁদের জীবনের বড় পরীক্ষাতে সফল হয়েছে। তাঁদের লড়াইকে কুর্নিশ জানাতে এবং তাঁদের আনন্দের ভাগীদার হতে ও আগামীর শুভকামনা জানাতেই আজকে আমার এই ক্ষুদ্র আয়োজন। আমার দৃঢ় বিশ্বাস, আজকের অনুষ্ঠানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সংবর্ধিত ছাত্র-ছাত্রীরা নতুন আশা নিয়ে উচ্চশিক্ষায় সুশিক্ষিত হয়ে আলোকিত মানুষ হিসাবে দেশের এবং রাজ্যের সেবায় নিয়োজিত হওয়ার দৃপ্ত প্রতিজ্ঞা করবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হয়ে নিজেকে আলোকিত মানুষ হিসেবে তাঁরা গড়ে তুলবে। তাঁদের শিক্ষা গ্রহণে এবং ভালো ফলাফলের জন্য যেসব মানুষ ও শিক্ষক-শিক্ষিকারা অবদান রেখেছেন, তাঁদের কথা সব সময় তাঁরা মনে রাখবে। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ব্যস্ততার মধ্যেও নিজের মূল্যবান সময় ব্যয় করে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করার জন্য মন্ত্রী সুশান্ত চৌধুরী কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা “স্কুল অব সাইন্স” এর কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য, রাণীরবাজার পুর পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রবীর কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা |
রাজ্য
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৭৬০ জন ছাত্রছাত্রীকে সম্বর্ধিত করেছে মন্ত্রী সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2022-11-13
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this