2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যে একটা অশান্তির আবহ তৈরী করার চক্রান্ত চলছে: সুব্রত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার মথার কর্মী-সমর্থকরা হিংসার আশ্রয় নিয়েছে। বড়মুড়ায় জনজাতি মোর্চার সর্বভারতীয় নেতৃত্ব সমীর উড়াং সহ রাজ্য জন জাতি মোর্চার সভাপতি বিকাশ দেববর্মার উপর যে প্রানঘাতী হামলা চালিয়েছে সেই ঘটনাই হিংসার অভিযোগকে প্রমান করছে। রবিবার রাজধানী আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলন সন্মেলনে দলের মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী ক্ষোভের সুরে একথা বলেন।সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন দলের মুখ্য মুখপাত্র ছাড়াও মন্ত্রী রামপদ জমাতিয়া সহ জনজাতী মোর্চার নেতৃত্ব। মুখপাত্র এদিন এই ধরনের নক্ক্যারজনক ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানিয়ে বলেন, রাজ্যে একটা অশান্তির আবহ তৈরী করার চক্রান্ত চলছে। এই চক্রান্তকে রাজ্যের মানুষ প্রতিহত করবেন। এরপরই তিনি রাজ্য বিজেপির আবেদন সামনে এনে বলেন, রাজ্য বিজেপি রাজ্যবাসীর কাছে আবেদন রাখছে, যারা রাজ্যের শান্তির বাতাবরণকে নষ্ট করার পরিকল্পনা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service