জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ১৫ই নভেম্বর থেকে বেকারদের স্বার্থসংশ্লিষ্ট মোট চার দফা দাবিকে সামনে রেখে রাজ্যের সর্বত্র গণ আন্দোলন সংঘটিত করবে দুই বাম যুব সংগঠনের নেতাকর্মীরা। এই আন্দোলন চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। রবিবার আগরতলা মেলারমাঠ স্থিত ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ডি-ওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক ও সম্পাদক নবারুণ দেব। যুবনেতা শ্রীদেব এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে বলেন, রাজ্য সরকার সরকার সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত যুবকদের ভবিষ্যৎ অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য। শুধু তাই নয় দুর্নীতিকে স্বীকৃতি দেওয়ার জন্যই সরকার এ ধরনের কাজ করছে। তাই দুটি বাম সংগঠন সিদ্ধান্ত নিয়েছে বেকারদের কাজের দাবিতে এবার আন্দোলনে নামার। তাদের দাবি আন্দোলনরত বেকার যুবক যুবতীদের উপর পুলিশের হেনস্থা বন্ধ করতে হবে। রাজ্য সরকারের সমস্ত দপ্তরের শূন্য পদ পূরণ, চুক্তিবদ্ধ নিয়োগ বন্ধ করে বেকারদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং অবিলম্বে জেআরবিটির ফলাফল ঘোষণা। এই চারটি দাবি নিয়েই সংগঠন আগামীদিন গোটা রাজ্য জুড়ে গণ আন্দোলন গড়ে তুলবে।
রাজ্য
রাজ্যের সর্বত্র গণ আন্দোলন সংঘটিত করবে দুই বাম যুব সংগঠনের নেতাকর্মীরা
- by janatar kalam
- 2022-11-13
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this