2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সাধারণ নাগরিকদের সুবিধার্থে রাজ্যেও বসে জাতীয় লোক আদালত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সাধারণ নাগরিকদের সুবিধার্থে রাজ্যেও বসে জাতীয় লোক আদালত। ত্রিপুরা রাজ্য আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে এদিন সকাল ১০ টা থেকে শুরু হয় আদালতের কাজ।। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসে। মোট ৫৪টি বেঞ্চে ৬৫৫৭টি মামলা নিষ্পত্তির জন্য নির্ধারিত করা হয়। এরমধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫২২৯ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ১৩২৮ টি মামলা রয়েছে। জাতীয় লোক আদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪২২৯টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ২০২ টি, জমির অধিগ্রহণ সংক্রান্ত চারটি মামলা, দূর সঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ১০০০ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ৮৫৯টি, বৈবাহিক বিরোধের ৯৮ টি মামলা নিষ্পত্তির জন্য নির্ধারণ করা হয় এদিন। ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসে। এই বেঞ্চের ২৭ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এছাড়া এবারের এই লোক আদালতে সবচেয়ে বেশি ১২টি বেঞ্চ বসে আগরতলা আদালত চত্বরে।এদিন মামলার পক্ষ-বিপক্ষ নোটিসের ভিত্তিতে উপস্থিত থেকে এর সুযোগ গ্রহণ করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service