2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নেশা যুব সমাজকে বিষিয়ে তুলছে প্রাণঘাতী নেশার বিরুদ্ধে এখনই যুদ্ধ ঘোষণা করা প্রয়োজন যুবসমাজের : সুশান্ত চৌধুরী

রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি এবং যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিসের কনফারেন্স হলঘরে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় “নেশা মুক্ত ত্রিপুরা” শীর্ষক এক কর্মশালা । বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ,নেশা আমাদের যুবসমাজকে বিষিয়ে তুলছে। বিরাট অংশের যুবসমাজ এই প্রাণঘাতী নেশার কড়াল ছায়ায় নিজেদের এবং সমাজের বড় ক্ষতির সম্মুখীন করছে। আমাদের সরকারের দ্বারা বিভিন্নভাবে নেশা প্রতিরোধ করার জন্য উদ্যোগ জারি থাকলেও আমাদের যুবসমাজের একটা অংশ কোনোভাবেই নেশার কড়াল ছায়া থেকে মুক্ত হতে পারছে না। আমাদের সরকার নেশা প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিনিয়ত প্রশাসন নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। বেশ কিছু ক্লাব- সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ সমাজকে নেশা মুক্ত করার অভিপ্রায় নিয়ে নানান কর্মকাণ্ড অব্যাহত রাখছে তবুও নেশার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন সভ্যসমাজ, উদ্বিগ্ন আগামী দিনের জন্য যারা ভাবেন তারা। তাই ছাত্র-যুবসমাজকে নেশার কড়াল গ্রাস থেকে বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এদিনের কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের অন্যান্য সদস্য-সদস্যাগণ/বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান/ভাইস-চেয়ারম্যান/বিভিন্ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service