2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নিয়োগের দাবিতে প্রতি নিয়তই শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি বেকারদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের দাবি আদায়ের লড়াই সংগ্রাম অব্যাহত। সবাইকে একসাথে নিয়োগের দাবিতে প্রতি নিয়তই শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে তারা সংঘটিত করছেন ধর্না বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি। শুক্রবার ফের আরো একবার মন্ত্রীর সাথে দেখা করতে যায় এস টি জি টি কোয়ালিফাইড বেকার যুবক-যুবতীরা। তারা বেশকিছু সময় মন্ত্রীর বাড়ির সামনে ধর্না সংঘটিত করার পর পাঁচজনের এক প্রতিনিধিদল মন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবী সনদ তুলে ধরে। পড়ে মন্ত্রী প্রতিনিধি দলের সদস্যদের আশ্বাস দেন আজকের মধ্যেই তিনি তাদের নিয়োগ সংক্রান্ত ফাইল অর্থ দপ্তর এর কাছে প্রেরণ করবেন। অর্থ দপ্তরের অনুমোদন পেলেই দপ্তর নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এখানে উল্লেখ্য যে বিগত দিন শিক্ষামন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বেকাররা অর্থমন্ত্রী দ্বারস্থ হলে, অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা তাদের আশ্বাস দিয়েছিলেন যে শিক্ষা দপ্তর থেকে ফাইল আসলে বিষয়টি তিনি খতিয়ে দেখে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। এরপরই অর্থ দপ্তরের কাছে ফাইল পাঠানোর জন্য বারবার শিক্ষা মন্ত্রীর দারস্থ হতে থাকেন বেকাররা। গত দিন সেই দাবি নিয়ে মন্ত্রীর বাড়ির সামনে বেকাররা হাজির হলে পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল। এই অবস্থায় শুক্রবার ফের মন্ত্রীর বাড়ির সামনে ধর্না ও মন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরতে পেরে খুশি বেকার যুবক-যুবতীরা। বিশেষ করে মন্ত্রীর আশ্বাসে এদিন খুবই আপ্লুত বেকাররা। মন্ত্রীর এই সিদ্ধান্ত এখন কার্যকর হওয়ার প্রতীকায় রয়েছেন এস টি জি টি কোয়ালিফাইড বেকার যুবক-যুবতীরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service