2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রতন লাল নাথকে সরাসরি শিক্ষামন্ত্রী মিথ্যাবাদী বলে আখ্যায়িত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার অর্থাৎ এস টি জি টি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা চাকরির দাবিতে সোমবার সকালে শিক্ষামন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়ে। উত্তীর্ণ সকলকে নিয়োগ এবং ব্যাকলগ পূরণ করার তারা স্লোগান ও দেয়। তারা প্রশ্ন তোলেন এস টি জি টি পরীক্ষায় এস টি-দের শূন্যপদ গুলো কোথায় গেল ? শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা দেখা করেন। শিক্ষামন্ত্রী তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার পরামর্শ দিলে তেলে বেগুনে জ্বলে ওঠে তারা। উত্তীর্ণদের একজন বলেন আবার কেন পরীক্ষা দিতে যাব। একবার পাশ করে এসেছি। শিক্ষামন্ত্রীকে তারা মিথ্যাবাদী বলেও আখ্যায়িত করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service