2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আক্রমণের বিরুদ্ধে গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্ষণ, সন্ত্রাস ও বিরোধীদের ওপর আক্রমণের প্রতিবাদে গণঅবস্থানে কংগ্রেস। নির্বাচনের মুখে শক্তির জানান দিতে চাইছে দল। রাজ্যের বিভিন্ন স্থানে নারী ধর্ষন , বিরোধীদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে সোমবার আমবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে দু ঘন্টার গণবস্থান সংঘটিত হয়। আমবাসাস্থিত জেলা কংগ্রেস ভবনের সামনে অবস্থান সংঘটিত করে আমবাসা ব্লক কংগ্রেস। বেলা বারোটা থেকে চলে দুটো পর্যন্ত ছিল গণ অবস্থান। এদিনের এই গণঅবস্থান থেকে কংগ্রেস নেতৃত্বরা রাজ্যের আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে সোচ্চার হন। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতৃত্বরা রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধলাই জেলা কংগ্রেস সভাপতি কৃপেষ লাল রায় , আমবাসা ব্লক কংগ্রেস সভাপতি রুপন ধর পুরকায়স্থ , প্রাক্তন জেলা সভাপতি মানিক দেব সহ অন্যান্য নেতৃত্বরা। গণ অবস্থানে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service