2025-03-05
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পর্যটন মন্ত্রীর চোখে ধুলো দিয়ে সাইনবোর্ড ফুকু করে বসে রয়েছে নিগম কর্তা নির্বিকার দপ্তর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকার যখন পর্যটন শিল্পের উপর গুরুত্বারোপ করেছে ,ঠিক তখনই পর্যটন উন্নয়ন নিগমের সাইনবোর্ড পড়ে রয়েছে ফুকু হয়ে। রাজ্য সরকার ও পর্যটন দফতর যখন রাজ্যের পর্যটনের বিকাশে কোটি কোটি টাকা ব্যয় করছে ঠিক তখনই হেলদোল ছেড়ে বসে রয়েছে সেত মহলে অবস্থিত পর্যটন উন্নয়ন নিয়ম। বলতে গেলে নিগম কর্তার চক্ষু হয়ে রয়েছে অন্ধ ধৃতরাষ্ট্রের মত। সেত মহলের চূড়ায় যেই সাইনবোর্ডেটি লাগানো হয়েছে , সেটা দেখে কারও বোঝার ক্ষমতা নেই সেখানে কি লেখা রয়েছে। দুই দুইটি সাইনবোর্ড বসে আছে ফুকু অবস্থায়। যেখানে বহির রাজ্য তথা বহির্বিশ্বের পর্যটকরা এসে প্রথমেই নিগমে এসে যোগাযোগ করবে সেখানে নেই একটি ভালো সাইনবোর্ড। কি করে চিনবে পর্যটন নিগম অফিস যে এটা।পর্যটকদের ধারনাই বাকি কি হবে অফিসের এই কদর্য চেহারা দেখে। রাজ্য সরকারের পর্যটন দফতর এখনই নজর দেওয়া উচিত পর্যটন নিগম অফিসের দিকে। নতুবা পর্যটকদের কাছে আখেরে নাক-কান কাটা যাবে রাজ্যের আপামর জনগণের। সমালোচনার ঝড় বইবে সরকারের ওপর। যেখানে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীও পর্যটনের বিকাশ চাইছে সেখানে পর্যটন দপ্তরের এই হাল কেন প্রশ্ন সাধারণ নাগরিকদের।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service