জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৭ই নভেম্বর বিপ্লব দিবস।এবছর মহান নভেম্বর বিপ্লব দিবস ১০৭ তম বর্ষে পদার্পণ করবে। তাই ঐতিহাসিক এই মহান নভেম্বর বিপ্লব দিবসকে সামনে রেখে সিপিআইএম দলের উদ্যোগে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার পার্টির পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এক সেচ্ছা রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা নভেম্বর বিপ্লব দিবসের প্রেক্ষাপট তুলে ধরে বলেন নভেম্বর বিপ্লব গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। শোষকের হাত থেকে শোষিতরা ক্ষমতা দখল করেছিল। আর এই ক্ষমতা দখল করতে গিয়ে অনেক জীবন গেছে, রক্ত ঝরেছে। পৃথিবীতে প্রথম শ্রেণীহীন শোষন মুক্ত সমাজ তারা প্রতিষ্ঠা করেছিল। পুঁজিবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শোষনমুক্ত স্বাস্থ্যকর সমাজ মানেই সমাজ তান্ত্রিক ব্যবস্থা।
রাজ্য
পুঁজিবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শোষনমুক্ত স্বাস্থ্যকর সমাজ মানেই সমাজ তান্ত্রিক ব্যবস্থা : মানিক
- by janatar kalam
- 2022-11-06
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this