পদ্মশ্রী ড: ভি এসের জন্মসতবর্ষ উদযাপনে অভনব উদ্যোগ নিয়েছে সংস্কার ভারতী। ভারতের চারুকলায় অবদান অপিরিসীম। ৩কিলোমিটার জায়গাজুড়ে ছবি আঁকবে শিশুরা। নাচ গান আলাদা আয়োজন করবে ত্রিপুরা শাখা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। শিশুরা আগামী আশা ও প্রত্যাশা। ভারতের চারুকলায় অবদান মহান মানুষের অবদানকারীদের জীবনি তুলে ধরতেই এই আশুজন বলে জানান উপ মুখ্যমন্ত্রী।
রাজ্য
সংস্কার ভারতীয় জমকালো আয়োজন হবে জানান উপ মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2020-01-29
- 0 Comments
- Less than a minute
- 6 years ago




Leave feedback about this